নদী কী কাকে বলে?
নদী কী? বা কাকে বলে?
সংজ্ঞা:
নদী হলো ভূপৃষ্ঠের উপর নির্দিষ্ট পথে প্রবাহিত পানির ধারা। উঁচু পর্বত, মালভূমি হতে বৃষ্টি, ঝরনা, হিমবাহ বা তুষার গলা পানি ঢাল দিয়ে একটি নির্দিষ্ট খাতে নিচের দিকে প্রবাহিত হয়ে সাগর বা হ্রদে পতিত হয় তাকে নদী বলা হয়। যেমন- যমুনা, পদ্মা।
Comments
Post a Comment