নদীর উৎপত্তি বা নদীর সৃষ্টি ব্যাখ্যা করো
নদীর উৎপত্তি বা নদীর সৃষ্টি
নদীর উৎপত্তির জন্য পর্যাপ্ত পানি সরবরাহ ও ঢালু জায়গা একান্ত প্রয়োজন। উচ্চভূমি, পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টির পানি, বরফ গলা পানি পাওয়া যায় বলে পৃথিবীর বেশিরভাগ নদী পার্বত্য অঞ্চল হতে উৎপত্তি লাভ করছে। ইহা ছাড়া পার্বত্য অঞ্চলে প্রস্রবণ ও হ্রদের পানি থেকেও নদীর সৃষ্টি হয়ে থাকে। পানির ধর্ম নিম্নগামী হওয়ার জন্য সকল নদী ভূমির ঢাল অনুসারে নিচের দিকে প্রবাহিত হয়ে সাগর অথবা অন্য কোন নদীতে গিয়ে পড়ে। কঠিন শিলা বিশিষ্ট স্থানে পানি ধারা খাত সৃষ্টি করতে পারে না। তাই নদী প্রবাহিত অঞ্চলে শিলাস্তর নরম প্রকৃতির না হলে নদী সৃষ্টিতে বিঘ্ন ঘটে।
Comments
Post a Comment