শিলা কি? শিলার শ্রেণিবিভাগ দেখাও।

 শিলা কি? শিলার শ্রেণিবিভাগ।



শিলা: 
ভূ-ত্বক যেসব উপাদানে গঠিত তাদেরকে সাধারণভাবে শিলা বলা হয়। শিলা বলতে সাধারণভাবে কঠিন পাথরকেই বোঝায় না; কাঁদা, পলি, পাথর কাঁকড়, বালি প্রভৃতিও শিলার অন্তর্গত।  অন্য কথায়, বিভিন্ন প্রকার খণিজ প্রাকৃতিক উপায়ে একত্রিত হয়ে যে পদার্থ গঠন করে তাকে শিলা বলে।

শিলার শ্রেণিবিভাগ:

 উৎপত্তির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শিলার শ্রেণীবিভাগ:
 ভূপৃষ্ঠে বিভিন্ন প্রকার শিলা দেখা যায় । তবে উৎপত্তিগত প্রক্রিয়ার ওপর ভিত্তি করে ভূপৃষ্ঠের শিলাগুলোকে নিম্নলিখিত তিনটি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। 
যথা- 1. আগ্নেয় শিলা  ।
         2.পাললিক শিলা ।
         3. রূপান্তরিত শিলা ।

আগ্নেয় শিলা
পৃথিবী উত্তপ্ত , তরল অবস্থা থেকে তাপ বিকিরণের ফলে শীতল ও কঠিন হওয়ার সময় গলিত মিশ্রিত খনিজ পদার্থগুলো জমাট বেধে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। আগ্নেয় অবস্থা থেকে এ শিলা সৃষ্টি হয়েছে বলে একে আগ্নেয় শিলা বলা হয়। আবার এ শিলা সর্বপ্রথম সৃষ্টি হয়েছে বলে একে প্রাথমিক বা আদি শিলাও বলা হয় ।

পাললিক শিলা
 পৃথিবী পৃষ্ঠে অবস্থিত আগ্নেও বা পূর্বেকার যে কোন শিলা রৌদ্র, বৃষ্টি, বায়ুপ্রবাহ, হিমবাহ ,পানি প্রবাহ, সাগর তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তির ঘাত-প্রতিঘাত কিংবা রাসায়নিক প্রক্রিয়ায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং বিচলিত হয়ে কাঁকড়, বালি, কাঁদা প্রভৃতিতে পরিণত হয়। তারপর এসব ক্ষয়িত শিলাকণা বায়ুপ্রবাহ, হিমবা,হ নদী, সমুদ্র স্রোতের , দ্বারা বাহিত হয়ে সাগর, মহাসাগরের তলদেশে তলানিরুপে স্তরে স্তরে সঞ্চিত হয়। কালক্রমে নিচের ভূভাগের উত্তাপে উপরের পানি রাশি ও অন্যান্য স্তরের প্রবল চাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় প্রক্রিয়ায় নিচের স্তর গুলো ক্রমে ক্রমে জমাট বেঁধে শিলায় পরিণত হয়। পলি দ্বারা গঠিত হয় বলে এ জাতীয় শিলাকে পাললিক শিলা বলে। এ শীলা স্তরে স্তরে গঠিত হয় বলে একে স্তরীভূত শিলা বলা হয়।
 

রূপান্তরিত শিলা
 আগ্নেয় ও পাললিক শিলা অত্যাধিক চাপে এবং তাপে কিংবা রাসায়নিক প্রক্রিয়ায় নতুন এক প্রকার শিলায় পরিণত হয়। এ নতুন ধরনের সৃষ্ট শীলাকে রূপান্তরিত বা পরিবর্তিত শিলা বলে । 

পাললিক শিলার রূপান্তর নিম্নোক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে সংঘটিত হয়:  
তাপ, চাপ, রাসায়নিক ক্রিয়া, স্পর্শ।

ধন্যবাদ।

দিগন্ত কুমার রায়
(প্রভাষক)
গাজীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।

Comments

Popular posts from this blog

মাল্টিমিডিয়া ক্লাসঃ সুবিধা ও অসুবিধা

খনিজ কি? খনিজের বৈশিষ্ট্য লেখ?

বিশ্বায়ন/আন্তর্জাতিকরণ/Globalization / Internationalization কী?