"মাত্র" কেন লিখতে হয়, টাকার পরিমাণ লেখার পর? অথবা অংকে কোনো পরিমান লিখার পর এই "/= " চিহ্ন দিতে হয় কেন?
"মাত্র" কেন লিখতে হয়, টাকার পরিমাণ লেখার পর? অথবা অংকে কোনো পরিমান লিখার পর এই "/= " চিহ্ন দিতে হয় কেন? পঞ্চাশ টাকা লিখার পর মাত্র লিখি আবার কোটি টাকা লিখার পরও মাত্র লিখি। কথা হলো এতগুলো টাকার পরিমান লিখার পর "মাত্র" কেন লিখতে হয়? অথবা অংকে কোনো পরিমান লিখার পর এই "/= " চিহ্ন দিতে হয় কেন?? টাকার পরিমান যাই হোক না কেন শেষে মাত্র লেখার একমাত্র কারণ হলো, নির্দিষ্টতা। ‘মাত্র’ দ্বারা বোঝায় এর সর্বশেষ সিলিং। যেমন ধরুন পঞ্চাশ হাজার টাকা মাত্র, মানে পঞ্চাশ হাজার টাকার এক টাকা কমও না আবার এক টাকা বেশিও না। আর তাছাড়া চেক প্রদানকারী ধরুন শুধু ৫০০০০ টাকা লিখে দিলেন, আর চেক গ্রহীতার অসদাচরণের কারণে সেখানে যদি একটা শূন্য বেশি দেয়া হয় তাহলে তো পুরাই ধরা ! তাই মাত্র লিখে অথবা এমাউন্ট লিখার পর এই " /= " চিহ্ন দেয়ার একমাত্র কারণ যাতে আর কোনোভাবেই সেখানে কোনো রকম কারচুপির করার সুযোগ না থাকে। অর্থাৎ এটি প্রতারণা থেকে বাঁচবার একটি অন্যতম ফাঁদও বলতে পারেন। অবশ্যই চেকে বা ডিপোজিট স্লিপে মাত্র লিখবেন, সাথে এমাউন্ট লেখার পর লম্বা টানে ...